অধিকার
-অমল দাস
তুমি যেটা করছো, সবই
তোমার কাছে ভালো,
আমার উঠোন এমনই বাঁকা
গায়ের রঙও কালো।
ভাবনা আমার রঙ লাগেনা
সব নিছক সাদামাটা
তোমার চিন্তা উদার স্বাধীন
বিশ্ব বাজার ঘাঁটা।
আমার কলম মূল্যহীন
অলীক সলীক গল্প,
তোমার কথায় লাগে ব্যথা
সেটাও কথা শিল্প।
তোমার যেটা সুখ-দায়ক
সেটাই গণতন্ত্র,
আমার সুখ তোমার অসুখ
তোমার শোষণ যন্ত্র।
আমার দাবী অস্ফুট থাক
সেটাই তোমার ইচ্ছা,
তুমি উগ্র চোখেই ঢাকছো
তোমার যত কেচ্ছা।
আমার জানতে চাওয়া সত্ত্বহীন
ভাঙছে সব স্বাধীকার,
তুমি যে রোজ প্রশ্ন করো
সেটাই শুধু অধিকার।
তোমার ভাবনা যেন কল্পতরু
রুক্ষ মাঠেও ঘাস,
আমি কর্মহীন আহার বিনা
অর্ধ পেটেই বাস।
তুমি আসবে তাই ধর্না দিলে
আসন দিলাম ঘরে,
তোমার মেজাজ আগুন ঝাড়ে
আমি ভীষণ জ্বরে।
বাহ্ ! খুব সুন্দর !
ধন্যবাদ বন্ধু
Excellent
ধন্যবাদ বন্ধু
খুব সুন্দর লেখা বন্ধু
ধন্যবাদ বন্ধু
অনবদ্য
ধন্যবাদ