পৃথিবী
-দেসা মিশ্র
আমার গর্ভে আমি পৃথিবী ধারণ করে ছিলাম,
রঙ, রস, রুপ, গন্ধ,স্পরশ, সব দিলাম দু’ হাত ভরে…. জন্ম হল পৃথিবীর l
ধীরে ধীরে…. বহু যুগ পরে, ….
সসে পৃথিবী বুকে জন্ম হল সহস্র কোটি প্রাণের।
চোখের সামনে উন্নত হল সে,
ভালোবাসা সৃষ্টি হল ঠিকই…. কিন্তু পাশাপাশি জন্ম নিল …ষড়রিপু।
দিকে দিকে আজ… অসহায়দের কান্না,
চারিদিকে হাহাকার,
দূষণ চারিদিকে।
মনের থেকে মনের দূরত্ব আজ বেড়েই চলেছে।
অত্যাচারীরা আজ রক্তের নেশায় মত্ত।
আমি মা,…
আমার সন্তান যখন আমার চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে যেতে থাকে….
যখন নীরব অশ্রুতে ভিজতে থাকে তার অবয়ব….
তখন আমার ও মৃত্যু হয়।
আমি বার বার কষ্টের আগুনে পুড়িয়ে দিই নিজেকে, ..
তবুও এতোটা শক্তি সঞ্চয় করতে পারি না…..
যে আমার সেই সন্তানটির মুখে হাসি ফোটাবো।
তাকে রক্ষা করব।
কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস….
যেটুকু হয়েছে ক্ষয়…,একদিন সবটুক ক্ষত প্রেমের মন্ত্রে ভরে যাবে ঠিক।
সব পাপ মুছে গিয়ে ঠিক হাসবে নতুন সূর্য।
শুধু ভালোবাসার জয় হবে একদিন,
জাত পাত মুছে যাবে, ভেদাভেদ মুছে দিয়ে কবির কলম হাসবে,
হাসবে আমার সন্তান.. এই পৃথিবী।