কবিতা- চাই চেনা দিগন্ত…

চাই চেনা দিগন্ত…
– কৃষ্ণ বর্মন

 

যে দিগন্তে নীল নেই
যে দিগন্তে রঙেরা আঁকে না রংধনু
যে দিগন্তে পৃথিবীর গর্ভ থেকে
জন্ম নেয় না প্রভাতী সূর্য
সেই দিগন্ত আমার না

যে দিগন্তের ধূসর অভিমান
যে দিগন্ত আড়াল করে দাঁড়িয়ে থাকে অভ্রভেদী অট্টালিকা
যে দিগন্ত হাতছানি দিয়ে ডাকে না শৈশবেকে
যে দিগন্ত ভেঙে যায় কাঁটা তারে
সেই দিগন্ত আমার না

আমি যে দিগন্তের কথা বলছি
খুব অচেনা লাগছে কি তাঁকে
নাকি আমরাই চিনতে ভুলে গেছি
আমি এমন এক দিগন্ত চাই
যেখানে আমি আমি আর তুমি তুমি থেকে
একাকার হয়ে যাব অন্তহীন পথের দিশারী নিশানে।

Loading

Leave A Comment