কবিতা

কবিতা- এই ক্ষণে বল

এই ক্ষণে বল 
-সুমিতা পয়ড়্যা


এই কিছু বললে না তো
কাল যে অতগুলো মুখ দিলাম
কি দেখতে পেলে?
মুখ না মুখোশ ভিতরে বাইরে!
নাকি চোখ বন্ধ করে অপার স্নেহে
আলিঙ্গন করেছ বারংবার,
নাকি এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছ, খুঁজেছ ভালোবাসার পরিমাপ!
অদৃশ্য দামি মূল্যবান সম্পদ
এত সহজে দেখা দেয় নাকি?
তার চেয়ে বরং এক কাজ কর।
মুখের মুখোমুখি হয়ে হাজার ও প্রশ্ন কর।
দেখবে কেমন জ্বল জ্বল করে তাকিয়ে থাকা চোখ দুটো কথা বলছে!
অনুভব কর, ঠিক শুনতে পাবে।
শুনতে পাচ্ছ, পাবে পাবে তখনই পাবে;
যখন তোমার হৃদপ্রকোষ্ঠে এক অজানা সংকেত তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলবে——
আমি ভালোবাসি ভালোবাসি।
উপলব্ধি করবে তোমার এক অদ্ভুত আকর্ষণ।
উত্তর দাও।বলো না হলে তোমার চেতনা গুমরে গুমরে হারিয়ে যাবে দশদ্বিদিক ।
চেতনার রাজ্যে তোমার বাস।
ফুলের সৌরভে অদ্ভুত মাদকতায় সিক্ত তুমি,
যার এমন সুন্দর ক্ষণ, এমন অরূপ সময় ,
সে চুপ কেন!কথার অগ্রভাগে লকলকে সর্পিল জিহ্বা,
ভালোবাসার বিচরণে রাজ তোমার
চেতনার কাব্যে হাসনুহানা
কেন নীরব?অন্তরে অন্তরে বল
যেকথা এতকাল শুনিনি,তা শুনাও মোরে
হে প্রিয়তম, শুধুমাত্র এই ক্ষণে।
পশিব মোর কূহরে,
তোমার দর্শন আমার এক আকাশের অনাবৃত ভালোবাসা।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>