
কবিতা- কথা ছিল…
কথা ছিল…
-রঞ্জনা সেনগুপ্ত
কথা ছিল, সবাই কথা দিয়েছিলাম;
আনিল, বিমল, মধুরা কথা রাখেনি;
বাকিরা রাখতে পারেনি কথা।
কথা ছিল, আমরা দেশের কথা ভাবব,
দশের কথা ভাবব।
কেউ রাখেনি কথা;
অথচ সব্বাই কথা দিয়েছিল সেদিন।
সেদিনকার সেই কলেজ ক্যাম্পাসেই,
কথা দিয়েছিলাম, আমরা সবাই,
নিজেদের কাছে নিজেরাই ছিলাম অঙ্গীকারবদ্ধ –
“যেখানেই থাকি, যে পেশাতেই থাকি,
আমরা ভাবব, ‘দেশের কথা, দশের কথা’…”
কিন্তু রাখিনি কথা কেউ।
আজ এক যুগ পরে,স্মৃতির অতলে,
হাজার হাতড়িয়েও আর পাই না খুঁজে,
সেই কথাগুলি!
সেই সব তরতাজা মুখগুলিও আজ গুম্।
চোখের নীচে পড়ছে কালি।
একের কথা রাখায় আর কি বা আসে যায়!
ভাবছি আমি, ভাবছে হয়তো ওরাও, তাই।


5 Comments
Sharmishtha Bhushan
Awesum
Ranjana Sengupta
Thank you so much .
Anonymous
সহজ কোথায় সুন্দর লিখেছিস
Anonymous
ধন্যবাদ
Anonymous
Katha deoyatai besi sobjagai than katha rakha.