কবিতা- বাংলা মায়ের কোল

বাংলা মায়ের কোল
– শিলাবৃষ্টি

 

ওই পারেতে শাল মহুয়া
ডাকছে আমায়, যাবি?
চল্ না বাবা, আজকে নাহয়
আমার মাঝি হ’বি!
পানকৌড়ি পানকৌড়ি…
ডাকছে পাখি গাছে-
মাছরাঙাটা কেমন করে
ওঁৎ পেতেছে মাছে!
হাওয়ায় দোলে তালের সারি
নদীর জলে ছায়া …
কাশফুলেরা হেলেদুলে
বাড়ায় শুধু মায়া।
আকাশ পানে তাকিয়ে দ্যাখ্-
সাদা মেঘের ভেলা…
ভেসে বেড়ায় বকের সারি,
ভিনদেশীদের মেলা।
কত রঙের, কত রূপের
পরিযায়ী সব পাখি;
আমার মনে সুখ এনে দেয় ,
ভরিয়ে দেয় আঁখি।
নদীর জলে পল্লীবধূ
নাইতে নামে ঐ,
কলসী ভরে জল ডোবাবে,
সইটা গেল কৈ?
ছোট ছোট শিশুরা সব
ছুটছে মাঠের দিকে,
দুপুর বোধহয় গড়িয়ে যায়,
সূর্যটা আজ ফিকে।
রাখাল বালক গুটি পায়ে
চললো গাঁয়ের পথে,
পালে পালে গরু বাছুর
হাঁটছে যে তার সাথে।
ও মাঝি! তুই দেখতে কি পাস্-
বাংলা মায়ের কোল?
কান পেতে শোন- নন্দী বাড়ির
মিষ্টি ঢাকের বোল।
শরৎরাণী সেজেছে আজ…
শিউলি শালুক পরে,
আল্পনা আর বরণ ডালা …
মা দুর্গার তরে।

Loading

Leave A Comment