কবিতা- অচেনা মিছিল

অচেনা মিছিল
– অমিতাভ সরকার

 

চিনে নিতে পার মিছিলের মাঝে আমাকে,
যদি ঘৃণা খাকে আমার উপরে অবিশ্বাসের।
নখের আঁচড় যদি ক্ষত-বিক্ষত করে থাকে,
মনের শিউলি ফোটার আগে যদি বিধ্বস্ত হয়ে থাক প্রলুব্ধ বাতাসে অসহায় হয়ে।
শকুনের দৃষ্টি ভাগাড়ে নির্লজ্জ শিকারের উচ্ছিষ্টের দিকে।

হতভাগী অসহায় ছিল বীরদর্পে চলা মিছিলের সারথীর কাছে।

মধ্যদুপুরের আলোয়ান গায়ে ছিল তোমার, তুমি দেখেছিলে বর্বর ,

পিশাচ, রাক্ষসকে মিছিলের পুরোভাগে।

ক্রোধে তুমি রক্তবর্ণা, অট্টহাসিতে মিছিল কেঁপে উঠেছিল,

বুলেটের আঘাতে মিছিলের শ্লোগান স্তব্ধ।

পেরেছি পেরেছি বলে বেরিয়ে গেল ক্রোধ বর্ণা অপর এক নারী।

আকাশের শকুন তীর বেগে ছুটে এল ভাগাড়ে।

দুপুরের আলোয়ান সরে গেছে, স্নিগ্ধ দখিনা বাতাস।

প্রয়োজন হয় না মিথ্যা মিছিলের। অস্তিত্ব! অন্ধকারে চলে গেছে আমার।

Loading

Leave A Comment