কবিতা- মনে পড়ে না

মনে পড়ে না
– শুক্লা

 

প্রথম রবির আলোর খেলায় সুর হারায় যখন পথ,
সেই তানের মাঝে তোকে কিন্তু আর মনে পড়ে না।
পেয়ালা ভরা ভাঙ্গা স্বপ্নগুলো ধূমের সঙ্গী হলো যখন,
সেই তন্দ্রা ভাঙা বিকেলবেলায় তোকে তো আর মনে পড়ে না।
চোখের কালি কাজল বলে চালাই হেলায় পরে,
ঘুমপাড়ানি দোলায় তোকে আর আগের মত মনে পরে না।
মুকুল ভরা শাখের ফাঁকে কৃষ্ণ ভ্রমর ওড়ে,
আগুন ঝরা তপ্ত বেলায় তোকে তো সেই ভাবে আর মনে পড়ে না।
বাদলধারা নামলো যখন গগন খালি করে,
ইন্দ্রধনুর আলোক ছটায় তোকে তেমন করে আর মনে পড়ে না।।
উঠান ভরা শিউলি ঝরা সাজি-খানি তাও খালি,
আগমনীর সেই সুবাসে কৈ তোকে তো আর মনে পড়ে না।।
শিশির ভেজা ঘাসের আগায় শিরশিরানি হওয়ায়,
রোদ পোহানো সেই বেলাতে সেভাবে আর তোকে মনে পড়ে না।
বসন্ত রাগ গাইছে কেকা পলাশ রাঙ্গা শাখে
মাতাল করা ফাগুন হওয়ায় তোকে সেই আগের মত আর মনে পড়ে না।

Loading

14 thoughts on “কবিতা- মনে পড়ে না

    1. Khub bhalo laglo pore tor jemun ganer gola bhalo temni lekhar hattao besh bhalo suku chaliye ja.
      Suru hok tor potha chola egiye ja .

  1. আহাঃ বেশ হয়েছে লেখাটা। কবি পরিচয় পেয়ে গেলাম তোর
    নিয়মিত লেখ। খুব ভালো লাগল। সাহিত্যচর্চা ইত্যাদি সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত থাকা চাই। মন ভালো থাকবে, জীবনে আনন্দ খুঁজে পাবি। অবশ্য এসবে ঝোঁক থাকা চাই। তোর তা আছে। দরকার লেখা চালিয়ে যাওয়া। প্রকাশনার ব্যবস্থা ত করেই ফেলেছিস । এগিয়ে চল।

      1. কমেন্ট করার সময় নিচে নাম দেওয়ার অপশনে গিয়ে নাম লিখতে হবে।

Leave A Comment