কবিতা

কবিতা- মনে পড়ে না

মনে পড়ে না
– শুক্লা

 

প্রথম রবির আলোর খেলায় সুর হারায় যখন পথ,
সেই তানের মাঝে তোকে কিন্তু আর মনে পড়ে না।
পেয়ালা ভরা ভাঙ্গা স্বপ্নগুলো ধূমের সঙ্গী হলো যখন,
সেই তন্দ্রা ভাঙা বিকেলবেলায় তোকে তো আর মনে পড়ে না।
চোখের কালি কাজল বলে চালাই হেলায় পরে,
ঘুমপাড়ানি দোলায় তোকে আর আগের মত মনে পরে না।
মুকুল ভরা শাখের ফাঁকে কৃষ্ণ ভ্রমর ওড়ে,
আগুন ঝরা তপ্ত বেলায় তোকে তো সেই ভাবে আর মনে পড়ে না।
বাদলধারা নামলো যখন গগন খালি করে,
ইন্দ্রধনুর আলোক ছটায় তোকে তেমন করে আর মনে পড়ে না।।
উঠান ভরা শিউলি ঝরা সাজি-খানি তাও খালি,
আগমনীর সেই সুবাসে কৈ তোকে তো আর মনে পড়ে না।।
শিশির ভেজা ঘাসের আগায় শিরশিরানি হওয়ায়,
রোদ পোহানো সেই বেলাতে সেভাবে আর তোকে মনে পড়ে না।
বসন্ত রাগ গাইছে কেকা পলাশ রাঙ্গা শাখে
মাতাল করা ফাগুন হওয়ায় তোকে সেই আগের মত আর মনে পড়ে না।

Loading

14 Comments

Leave a Reply to অমল দাসCancel reply

You cannot copy content of this page