Site icon আলাপী মন

কবিতা- মুক্ত আকাশ তলে দাঁড়িয়ে আছি একা

মুক্ত আকাশ তলে দাঁড়িয়ে আছি একা
– দেসা মিশ্র

 

মুক্ত আকাশ তলে দাঁড়িয়ে আছি একা।

কালো রাত আলো করতে করতে এক ফালি চাঁদ…. আজ খুব ক্লান্ত।

পুরো পৃথিবীটা মনে হচ্ছে চোখের সামনেই দেখতে পাচ্ছি,

সবকিছু আছের মাঝখানেও কোনো কিছু নেই কথাটি খুব সত্যি।

অনেক রাস্তা…. কোনোটার পথের শুরুতে আলো কিন্তু শেষে ভীষণ অন্ধকার।
আবার ঠিক উল্টোটাও।

পথের মাঝে মাঝে বহু মুখোশ ধারি আছে,
……. কেউ তোমার সবটুকু নিয়ে তোমায় শূন্য করতে চায়।

আবার এমন কেউ আছে…. যে ঠিক দায়িত্ব নিয়ে সব বাঁধা বিপত্তি পার করে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারবে।

কিন্তু মন আজ বিশ্বাস করতে চায় না কাউকেই।
যখনই বিশ্বাস করতে ইচ্ছে হয়,
….. কয়েকটা আঘাত মনে করিয়ে দেয়… ‘সাবধান হও’।

অবসরে যদি অবসাদ এসে গিলে ফেলে অস্ত একটা মানুষকে,….. তবে ব্যস্ততা থাকুক ততদিন, যতদিন না মৃত্যুর চিঠি আসছে দ্বারে।

জীবন তো তার পথ ঠিক বেছে নেয়…
কিছু পথ বলে স্বাগতম পথিক,
কিছু পথ বলে ফিরে যাও…..

কিছু পথ নীরবে কাঁদে আধার মেখে,
কিছু পথ ভালোবাসে।
কিছু পথ নতুন গল্পের জন্ম দেয় ঠিক,
কিছু পথের গল্প গুলো ….আজও অসমাপ্ত।

পথের গল্পে তুমি ও সামিল আজ..
তোমার সাফল্য তোমার ব্যর্থতা দু’টোতেই সে তার আঁচল পেতে তোমায় ঘরে ফেরায়।
কিন্তু একটা ক্লান্ত ব্যর্থ দুঃখী পথের গল্প কি তুমি শুনেছ?

মুক্ত আকাশ তলে দাঁড়িয়ে আছি একা,
কোনো এক পথেরই বুকে।
কিন্ত কোনো কিছু না থাকার মাঝে ও যেমন হাজার গল্প থাকে,
… আবার সব কিছু আছের মধ্যেও অবাক করে দিয়ে কিছু না থাকার গল্প আজও বিরাজমান।

Exit mobile version