কবিতা

কবিতা- আমার ইচ্ছেগুলো

আমার ইচ্ছেগুলো
-পায়েল সাহু

 

আমার ইচ্ছেগুলো দিলাম তোমায় মুঠোভরে নিও,
সময় পেলে মুঠো খুলে একটু আদর করো।

তোমার মুখের দিকে চেয়ে ওরা রোজ বাঁচে মরে,
তোমার ভালবাসার আশায় ওরা হা পিত্যেস করে।

তুমি ওদের প্রাণের আরাম একটু আগলে রেখো,
তোমায় ছাড়া বাঁচার মানে বোঝেনি ওরা আজও ।

তুমি ছিলে তাই শিখেছে ওরা ভালবাসার মানে,
তোমায় হারিয়ে ফেলার ভয়কে ওরা চোখের জলে কেনে।

তোমায় ঘিরে ভালবাসার ইচ্ছেগুলো দামী,
একটুখানি সোহাগ পেলেই ভীষণ খুশি আমি।

Loading

8 Comments

Leave a Reply to Muskan RoyCancel reply

<p>You cannot copy content of this page</p>