রোদনে দিন যাবে…
-অমল দাস
দক্ষিণা বাতাস ঘিরে- প্রেমাকাশ ফুরফুরে;
ছুঁতে চায় যদি কোন ঢেউ,
ভিজিয়ো না গা তাতে- নাই পারো সাঁতরাতে;
ডুবো তরী তুলবে না কেউ!
পিরিতে আগুন লেগে- শরীরী ঘ্রাণ জেগে;
যদি সঙ্গী হয় অঙ্গ হারা,
সময় যা যাবে চলে, চীৎকার সুরে তুলে-
বলে ‘হরি পার করো’ দ্বারা।
রোদনে দিন যাবে- এ দেহ শীর্ণ হবে;
দীর্ণ হবে তব মন প্রাণ!
সইতে যদি না পারো- ভাঙা প্রেম আরও ধরো;
মিলবে শ্মশানে পরিত্রাণ।
এ নরম দেহ অন্তরে- চলছে সব যন্তরে;
জং ধরে হবে সে অচল,
পিরিতে দিয়ে ঘাস- উৎসুকে দিয়ে বাঁশ;
জীবনকে করো-রে সচল।
ভীষন সুন্দর।
ধন্যবাদ
বাহ, খুব ভালো লাগলো
ধন্যবাদ
ভালো লাগলো
ধন্যবাদ বন্ধু