কবিতা

কবিতা- আহরণ

আহরণ
– পারমিতা ভট্টাচার্য

 

কুয়াশার চাদর জড়িয়ে রাত্রি নেমে আসে
অভিমানী পৃথিবীর বুকে।
চাঁদের আলোয় সে হয় আরও মোহময়ী,
স্বচ্ছবসনা চিন্তাগুলো তখন জন্ম দেয় আরও একটা কবিতার।
ঢেউ এর তরঙ্গে ফুটে ওঠে
প্রতিটা অক্ষরের কাব্যিক বিন্যাস।
একলা ঢেউ, সারারাত বালিয়াড়ির বুকে
লুটোপুটি খায় অন্তহীন সোহাগে।
সমুদ্রের ধার ঘেঁষে হেঁটে যাই আমি একা,
দিগন্তরেখা হাতছানি দিলে,
ডিঙি নৌকার আর ভরসা করিনা।
পাড় ভেঙ্গে, ঢেউ ভেঙে এগিয়ে যাই
মুক্তোর মতো সুন্দর একটা কবিতা আহরণে।
কতকাল অপেক্ষা করি,
কখন রাতে, ঝাউপাতা পিছলে টুপ করে  খসে পড়বে একটা কবিতার ছন্দবদ্ধ প্রকাশ।
আলো – আঁধারিতে আকাশের থেকে
তারারা খসে পড়ে টুপটাপ,
কোন অভিমানে…….কে জানে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page