যদি দেখা হয়
– দেসা মিশ্র
আজও নীরব আছি আমি,
ছায়া পথ জুড়ে ভালোবাসা সাজিয়েছি তোমার জন্য।
আজও তোমার ভাবনাতে আমার ওষ্ঠ জুড়ে বসন্ত নামে।
সেই বহু আলোকবর্ষ পেরিয়ে আজও আমি তোমার পথ চেয়ে বসে আছি।
যদি দেখা হয়…
পৃথিবীর কোনো এক অজানা পথের বাঁকে….
যদি কথা হয়…
কোনো এক জ্যোৎস্না রাত্রিতে, কৃষ্ণচূড়া গাছের তলায়..
যদি দেখা হয়….
নিস্তব্ধ কোনো এক নদীর তীরে..
ফুলে ফুলে সাজানো থাকবে একটি নৌকা আমাদের জন্য।
যদি দেখা হয়….
কোনো এক কুয়াশা ভেজা মিষ্টি প্রভাত কালে,
যদি দেখা হয়……
কোনো এক গোধূলি বেলায়।
সব পথ হারিয়ে যখন… ক্লান্ত খুব ক্লান্ত আমি তখন যদি দেখা হয়,
কিংবা ধর… যখন আমার শরীরে ধরেছে লক্ষাধিক রোগের পোকা… তখন যদি দেখা হয়।
যখন আমার বাঁচার ইচ্ছা শেষ, নিভে গেছে সব আলো..
তখন যদি দেখা হয়,
ধর…আমার শেষ নিঃশ্বাস ফেলার ঠিক আগের মুহূর্তে, তোমার সাথে যদি আমার দেখা হয়….
না না না….
না, আর ভাববো না,
কষ্ট হয় ভীষণ,
নাইবা হল দেখা…
নাইবা হল কোনো কথা…
রইলো তো আরো কোটি জন্ম বাকি…
দেখা হবে ঠিক,
না বলা কথা ও হবে বলা।
এক সাথে পথ চলব।
আমি অপেক্ষা করব…. তোমার জন্য,
সময় আমার সাধনা দেখে…. মুগ্ধ হবে,
প্রসন্ন হবে স্রষ্টা..
আশীর্বাদ করবে হয়তো,
আমি যেন অপেক্ষাতে কোনো ফাঁকি না দিই,
ভালোবাসাতে খুঁত যেন না থাকে কোনো,
যতদিন পৃথিবী থাকবে…
ততদিন অপেক্ষা করতে রাজি আছি আমি।
যদি দেখা হয়……
কোনো এক দিন….
আর নাইবা হল দেখা….
আমি ভালোবেসে যাবো…
ভালোবেসে যাবো
ভালোবেসে যাবো।
একদিন ঠিক আকাশ ধরাতে
নামবে…
রঙ ধনু সবুজ ঘাসের উপর ঘাস ফুল সেজে হাসবে…
তারাদের হবে বৃষ্টি…
সেদিন…. দেখা দিও,
আর নাইবা দিলে দেখা….
আমি তারার বৃষ্টি ভিজে,
চাঁদের মতো হাসবো…..
চীৎকার করে বলবো তোমায়…
ভালোবাসি।
ভালোবাসি।
ভালোবাসি।
হাসবে পৃথিবী,
নীল রঙে ভালোবাসা ভিজে টুপ টুপ।
আমি চিৎকার করে বলব….
ভালোবাসি।
ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি।