শপথ
– ছন্দা সাঁতরা
“বারুদ”, একটু -আধটু আছে বৈকি সবার মধ্যে!
তবে জমানো বারুদ ঠিক মতো ব্যবহার হয় না।
তাই হয়তো ব্যবহারের অযোগ্য হয়ে যায় সে বারুদ।
মাকড়সার জালে অজান্তেই আটকে যায় পতঙ্গ,
তারপর ছটফট করতে করতে মরে।
আসলে ওরা জানতেই পারে না-
যে ঘরে মানুষের বাস, সে ঘরে মাকড়সারাও জাল তৈরী করে!
পাঁক ভর্তি দীঘিতেও নামতে হয়-
দু-একটা একটা পদ্মের লোভে।
পাঁক মেখে যখন ডাঙায় আসে পদ্মলোভী মানুষ!
সারা গায়ে তার পাঁক লেগে আছে,,অনায়াসে যায় ভুলে।
সুন্দর পথ ফেলে রেখে সহজে গন্তব্যে যাওয়ার জন্য কেউ কেউ বেছে নেয় বাঁকা পথ,
আসলে ভুলে যায় তারা হোক সহজ তবু বাঁকা নয়
সোজা পথ’ই হোক লক্ষ্যে পৌঁছানোর শপথ।
ঠিক যেন আয়নার সামনে