কবিতা

কবিতা- আমলকি গন্ধে

আমলকি গন্ধে
-আমি অমিতাভ

 

তুমি কি এসেছিলে একবারও বলতে?
কালো মেঘ সরিয়ে, সাদা মেঘ বললে;—আমি এসেছি।
আমার সকালে শিউলি ফুটেছে,
দূর্বা গুলো শিশির মুখে হাসছে।
কমলালয়ে টলটলে জলে কমল কেমন ভাসছে।
তুমি এলে পরে উদার হয়ে, কোমল হাসির ভালোবাসা নিয়ে।

শরৎ আদরে মন ভেসে ছিল, চাহনি তে তোমার প্রেম ভেসে এলো।

তোমার হাসি ছিল পদ্ম চাকার মত, দাঁতগুলো টগর ফুল।
তুমি এলে পূজোর ঘন্টা বাজিয়ে, হাতে কাশের গুচ্ছ, শেফালী মালা,

ডালায় নবীন ধানের মঞ্জরি, নীল পদ্ম, সবুজ দূর্বা, আম্রপল্লব ,রঙিন শারদীয় ফুল।
লাল পার রেশমি শাড়ি, আলক্ত পায়ে ,আমলকি গন্ধে তুমি অপরুপা।

তুমি পুজোর সৌন্দর্য।আমার উৎসব।

Loading

Leave A Comment

You cannot copy content of this page