কবিতা

কবিতা- আকাঙ্খা আজও জেগে আছে

আকাঙ্খা আজও জেগে আছে
– পলি ঘোষ

 

মনের মানুষটিকে খোঁজার ছলে
এক জনম-মরণের খেলার মাঝে,
মায়ার খেলার সাথে অভিনব আলোতে।
দিনের আলোর কোলে বসে
উঠোনের কোণে, সেই মুখ খুঁজি।
ভাঙ্গা কলাগাছের ফাঁকে ফাঁকে
পরিব্যস্ত শিহরণ জাগে।
মুমূর্ষু মানুষের সত্ত্বা আমার সামনে,
কাছে আসে, গোধুলিবেলায়, দিনের শেষে।
রোদে দূর মরচে-ধরা পথে
হেঁটে চলে যাই অনেকটা পথ।
তবুও তাঁকে পাবো না ফিরে, জানি —
অস্তিত্বের চরম বাস্তবতায়।
মানুষের মধ্যেই সন্ধান করি মহামানবের।
চেনা মাঠ, চেনা ফুল, গাছের ছায়া —
এ সবই মৃত্যুর পথ।
শুধুই আকাঙ্খারা আজও জেগে আছে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page