কবিতা- আলোর সন্ধান

আলোর সন্ধান
– দেসা মিশ্র

অনেকটা পথ হাঁটতে হবে জীবনের পথটাই।
আঁধারটুকু পার করলেই অসীম আলো,
দু’ হাত বাড়িয়ে তাই আলোর অপেক্ষায় আজ।
মন দিয়ে ভালো বসেছি আঁধারটুকুকেও।
সেই অন্ধকার শিখিয়েছে ভালোবাসা… আলোর প্রতি ভালোবাসা।
চাঁদ যখন ঘুম জড়ানো রাত্রি আঁকে… বিশ্রাম নেয় চিন্তারা, বিশ্রাম নেয় ব্যস্ততা।
তারাদের আলোর গান আকাশ সাজিয়ে রাখে।
আমি ও মনের আকাশ সাজিয়ে রাখি অনেক স্বপ্ন দিয়ে।

অন্ধকারে দিক ভুলে, বাসায় ফিরতে না পারা সেই পাখিটি
ভোরের আলোর অপেক্ষায়,

তার নিদ্রাহীন দু’টি চোখ ভোরের প্রথম আলো খোঁজে… ঠিক আমারই মতো।
বাসাটা তার অগোছালো রয়েছে, প্রিয় মানুষগুলো তার পথ চেয়ে বসে আছে।

আরেকটু অপেক্ষা… অন্ধকারটা ধুয়ে দিয়ে, একটা খুব সুন্দর সকাল আসবে।

আবার সে বাসার পথে রওনা দেবে।
অনেক সুন্দর দিন.. অনেক স্বপ্ন পূরণের দিন আমাদের জন্য অপেক্ষা করছে।
ধৈর্য্যটাকে পরম বন্ধু করে হাসি মুখে
পথ চলতে হবে।

Loading

Leave A Comment