কবিতা- শুনছো হেমা

শুনছো হেমা
দেবযানী বর্মন

 

জানো হেমা ভালোবাসি তোমায় খুব ভালোবাসি
তোমার সেই ছেলেবেলার মিষ্টি নিষ্পাপ মুখটা আজও খুঁজি তোমার মাঝে।
বিশ্বাস করো তোমার হেম অঙ্গে আমার কোনো কামুক ইচ্ছা কাজ করেনা।
তোমার চোখের আলোয় ভরাতে চাই জীবন, তোমার হাসিতে ভরাতে চাই প্রাণ।
হেমা তোমার ছেলেবেলায় ভেঙ্গে যাওয়া চুড়ি গুলো আমি যত্নে রেখেছি,
তুমি যখন এগারো…..
হারিয়ে ফেলেছিলে একটা কানের দুল, মনে আছে?
মনে আছে? ঠোঁট ফুলিয়ে কেঁদে অন্যটাকেও টেনে ফেলেছিলে রাস্তার ধুলোয়!
সেদিন রাস্তার বালিও সেজেছিলো তোমার দুলের সাজে।
তোমার ফেলে দেওয়া কানের দুলে আমার ভালোবাসার প্রথম শুরু।
আমি কখনো থামিনি, আজও পিছু ফিরিনি, শুধু তোমাকে ভালোবেসেছি।
শুনছো হেমা খুব ভালোবাসি তোমাকে।
ভালোবাসি তোমার ওই ফেলনা কানের দুলটা, ভাঙ্গা চুড়ির টুকরো গুলো!

শুনছো হেমা…
আমি সত্যিই তোমায় চেয়েছি….
ভাগ্যের পরিহাসে ভুল বুঝেছ তুমি! তাই, আর নয়……
তোমার থেকে বহুদূরে চলে যাবো,
যে প্রান্ত তুমিহীন হয়েও তুমিময়
ভালো থাকো হেমাঙ্গি তোমার সব স্বপ্ন সত্যি হোক।
আজ তবে এলাম হেম,
তোমার সাথে হলো চির আড়ি….

Loading

One thought on “কবিতা- শুনছো হেমা

Leave A Comment