Site icon আলাপী মন

কবিতা – দশভূজা

দশভূজা

-দেসা মিশ্র

এসেছে শরৎ ওগো বরণ ডালা সাজিয়ে,
শিউলি ফুলের গন্ধে বাতাস দিয়েছে মাতিয়েI

রঙিন হয়েছে দিঘি পদ্মের ফুলে ফুলে …
কাশ বনে দেখো আগমনির সুরে দোলে l

হৃদয় বীণা গাইছে শুধু মায়ের জয় গান,

মায়ের মুখ দেখব কবে প্রাণ করে আনচান l

সাদা নীল মেঘের এখন কেবল লুকোচুরি খেলা,,

মায়ের আসার প্রহর গুনে কাটে সবার বেলা ll

অন্ন হীন দের অন্ন দাও মা, বস্ত্র হীন দের বস্ত্র….

পাপের বিনাশ করতে হবে দশ হতে ধর অস্ত্র l

ভক্তি দিয়ে মা পুজিব তোমায়, ফুল দিয়ে মা সাজাবো,,

মনের প্রদীপ জ্বালিয়ে মাগো, শঙ্খ ঢাক বাজাবো l

মঙ্গলময়ী তুমি মঙ্গল করো, ঢালো করুণা ধারা…
দশভুজা তুমি রক্ষা করো,-যারা সর্বহারা ll

নানান থিমে ব্যস্ত সবাই ব্যস্ত পুজোর কাজে….
নেই গো আর নেই দেরি নেই….

শোনো ওই মহালয়ার বাজনা বাজে ll

Exit mobile version