কবিতা- আশা

আশা
– সুজিত চ্যাটার্জি

 

কতো সহজেই পাল্টে ফেলি ঘর
কতো সহজেই পাল্টে ফেলি জামা,
অতীতের যাবতীয় ভাষা কিংবা ভালবাসা।

প্রতিশ্রুতির কাদামাটি, স্বপ্ন ঘাঁটাঘাঁটি
অকারণ হাসা, শকুনির পাশা,
শ্মশান চণ্ডালের চিতা সাজা।

তবুও আশা, হয়তো আসবে ভোর
বন্ধন রাখীডোর, সৃষ্টির নব চেতনায়
আলি আকবর মূর্ছনায়
নব্য ভাবনার মিলিত জয়গান।

Loading

Leave A Comment