কবিতা- নদী ও কিনার

নদী ও কিনার

-অমল দাস

কিনার অবলীলায় উদার হৃৎপিণ্ড দ্বিখণ্ডিত করে 

নদীর চলার পথ প্রশস্ত করেছিল সানন্দে।

ডান ও বাম অলিন্দে সবুজায়নের ঘেরাটোপে

আকাশের রঙ বাঁধা শাড়িতে নদীও চিরযুবতী সেজেছিল-

                           আরাধ্য কিনারের জন্য!

আনন্দ উচ্ছ্বাসের প্রেম পরাগে সহাবস্থানে বেঁধেছিল ঘর।   

লোলুপতার দৃষ্টিতে আমাদের এ জগত তীব্র রূঢ়!  

একটু একটু বালুকাবৃত ক্ষোভ দীর্ঘদিন অন্তরে পুঞ্জীভূত করে

নদী ব্যাকুল প্রলয় নিয়ে আছড়ে পড়ে কিনারের’পরে।

অবুঝ ভালোবাসার জলাহুতিতে কিনার তখন চূর্ণবিচূর্ণ!

ক্ষয়ে যায় তবু মাস্তুলসম দাঁড়িয়ে থাকে –

                 নদীকে ভালোবেসে আগলে রাখে দৃঢ় অঙ্গীকারে।

নদী বোঝনি কিনারের আত্মবলিদান অথবা বুঝেছিল!

হয়তো নিরুপায় সে, হয়তো বা শঠতায় আছড়ে পড়ে নানা অছিলায়!

নিরুত্তাপ নিরুত্তরে বিদীর্ণ কিনার প্রতিবাদহীন

যুবতী নদীকে সাবলীল ক্রমে সাজিয়ে চলে নির্দ্বিধায়

আজও ভালোবাসার গভীরতা অধরা নদীর কাছে,

শুধু চাহিদা আর মেকি অশ্রুতে তা সমাহিত

কিনারের অঙ্গহানিতে নদীর মনস্কাম পরিপূর্ণ

দুই অলিন্দ দূরে আরও বহু যোজন দূরে..পথ প্রশস্ত করে

ভাঙা গোধূলিবেলায় ভাঙা আঙিনায় কিনার মিলিয়ে যায় সমতলে!

নদীর ঐশ্বর্য যৌবন ফিকে পড়ে অস্তমিত সূর্যের আড়ালে  

আদর্শ গভীরতা গতি হারা হয়ে বার্ধক্যের পতনে 

         আজও কিনারের প্রেম বোধস্পর্শ করেনি নদীর।

Loading

10 thoughts on “কবিতা- নদী ও কিনার

  1. আহা রে কিনারের এমন ভালোবাসা নদী বোঝে না এতো তারই দুর্ভাগ্য

    খুব ভালো লাগলো

      1. বাহঃ খুব সুন্দর, ভালো লাগলো খু…

  2. কিনার চিরকাল সাজিয়ে রাখে নিঃশব্দ ভালোবাসা, নদী বয়ে চলে তার বহমানতা নিয়ে। কিনার থাকে অপেক্ষায়, নদী চলে যায় উন্নাসিক উপেক্ষায়..
    বাস্তব, নদী মিলে গেল লেখনী প্রবাহে.. একরাশ মুগ্ধতা।

    1. আপনার মন্তব্যে আমি আপ্লুত এভাবেই পাশে থাকুন।

  3. তবু তো নদীর কিনারা আছে
    আছে জোয়ার ভাটা
    মানব জীবনে চলার পথে
    বিষ মাখানো কাঁটা।
    🏵 ভালো লাগলো খুব 🏵

  4. ভালো লাগলো ভাই । শব্দ চয়ন বেশ ভালো । এই ভাবে লিখতে থেকো ।

Leave A Comment