কবিতা

কবিতা- সমুদ্র সৈকত

সমুদ্র সৈকত
– বিশ্বদীপ মুখার্জী

 

একজনকে মাঝ সমুদ্রে ডুবিয়ে
তুমি চললে সমুদ্র সৈকতে।
সমুদ্রের প্রতিটি ঢেউ হয়ে
আমি আসবো তোমার কাছে,
করবো তোমায় স্পর্শ,
তুমি করতে চাইবে আলিঙ্গন আমায়
কিন্তু পাবে না আমাকে।
চলে যাওয়া ঢেউয়ের দিকে
তুমি তাকিয়ে থাকবে অপলক,
এই আশায় হয়তো আবার ফিরে আসবে সে।
রাতে যখন শুয়ে থাকবে বালির উপর
অসংখ্য তারা মিটমিট করে
তাকিয়ে থাকবে তোমার দিকে….
তুমি সেই অজস্র তারা-দের নিয়ে
আঁকতে চাইবে আমার
চোখ, মুখ, নাক….
কিন্তু পারবে না তুমি।
শীতল হাওয়ার স্পর্শে তুমি খুঁজবে আমাকে
পাগলের মতো, নিজের চারিদিকে….
অল্প নিরিবিলি পেলেই চিৎকার করে ডাকবে
আমার নাম…. একবার, বারবার,
চোখে হয়তো থাকবে কিছুটা জল।
সেই জলের কারণেই তুমি দেখতে পারবে না,
যে সমুদ্রের তীরে আছ তুমি দাঁড়িয়ে….
সেই সমুদ্রের মাঝেই ডুবে যাচ্ছি আমি,
শেষ বারের মত দূর থেকেই তোমার
দু’ চোখের গভীরতা দেখে,
সাগরের লোনা জলকে আলিঙ্গন করে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page