কবিতা- উপহার

উপহার
-দেসা মিশ্র

কবি তুমি আমার মতো অতি সাধারণ এক নারীকে তোমার কবিতার মাঝে জন্ম দিয়েছ,
তোমার নতুন নতুন কবিতায় আমার নতুন নতুন জন্ম হয়েছে।
কখনও তুমি আমার নাম দিয়েছ….নদী
তোমার কবিতার হৃদয় জুড়ে আমি বয়ে গেছি যুগ যুগ ধরে।
সভ্যতার ধ্বংস সৃষ্টি দেখেছি।
কত পাহাড় পর্বতকে সাক্ষী করে, কত সবুজ বন বনানীর সাথে জীবনের সুখ দুঃখ গল্প করতে করতে বয়ে গেছি আমি,
নদীর প্রতি বাঁকে–কবি তুমি আমাকে নতুন যৌবন দিয়েছ, দিয়েছ ছন্দ.. দিয়েছ শত নাম।
তোমার লেখনীতে কখনো আমি গঙ্গা, কখনো কাবেরি কখনো বা জাহ্নবী।

তোমার কবিতায় কখনো আমি…..ফুল,
হয়ে ফুটেছি যখন, তখন কবিতার প্রতি ছত্রে আমার রূপ রঙ রস নিজেই দিয়েছ ঢেলে আর নিজেই সেই রূপের প্রেমিক হয়েছ তুমি।
তোমার শব্দের কান্নাতে আমার সব রঙ বিবর্ণ হতো, সুগন্ধ শূন্য হয়ে অর্থহীন জীবন হতো l
তোমার শব্দের হাসিতে আবার নতুন কুঁড়ি থেকে নতুন ভাবে ফুল হয়ে ফুটতাম।
তুমি আমার নাম দিতে… গোলাপ চাঁপা, জুঁই, কদম, কেতকি, গন্ধরাজ আরো কত কি।

তোমার কবিতার শব্দ জাদুতে আমি…
পাখি,….. হয়েছি বহুবার l
আকাশটা…. তুমি আমার নামে লিখে দিতে, আমি পাখায় মেঘ মেখে উড়ে বেড়াতাম।
মনের সুখে স্বপ্ন বুনতাম আকাশের পাতায় পাতায়।
তুমি নাম দিতে আমায়….
দোয়েল, ফিঙে, শ্যামা, শালিক,চাতক,শঙ্খচিল।

কবি তুমি শব্দ ভালোবাসো, তোমার হৃদয় জুড়ে শুধু শব্দের বাস। তুমি শব্দের সাধনা করো l

আমি সাধারণ নারী, সাধনা করার মতো শক্তি আমার নেই,
কিন্তু তুমি যে…. এতো রূপ দাও আমার… এতো নাম দাও, আমার নিজেকে নিয়ে নিজের লজ্জা হয় বড্ডো l
কবি তোমার ঋণ আমি শোধ করতে পারবোনা কোনো দিন,
শুধু নীরবে তোমাকে ভালোবেসে যাবো জন্ম জন্মান্তর।

কবি তোমার জন্য এই সাধারণ নারীটি একদিন…..
মেঘের কাজল পড়বে,
পড়বে চাঁদের নোলোক,
পড়বে তারার চুড়ি,
কপালে লাল সূর্য টিপ,
সাগর হবে তার কালো মুক্ত কেশ,
বৃষ্টি নূপুর হয়ে পায়ে বাজবে,
পৃথিবী হবে তার হাতের নীল পদ্ম I

কবি তোমার জন্য, তোমার পরশে হয়তো সে হয়ে উঠবে অসামান্যা।

কবি আমার একটা কথা রেখো,
সেদিন তুমি আমায় উপহারে……
আঘাত দিও,
অবহেলা দিও, যাতনা দিও…
কবি সেদিন তুমি আমায়….
শত জন্মের কান্না উপহারে দিও।

কারণ সে কান্নার গর্ভ থেকে জন্ম নেবে খাঁটি ভালোবাসা,
জন্ম নেবে সোনার মত খাঁটি শব্দ।

কবিতা লিখতে পারবে সে, শব্দের পর শব্দ গেঁথে সৃষ্টি করবে কবিতা।
উপহার দেবে তোমাকে,

কত জন্ম কত রূপ কত নাম দিয়েছ তুমি আমায়… তোমার কবিতা জুড়ে,…… তার কাছে এটি ক্ষুদ্র ভালোবাসা,
ক্ষুদ্র উপহার।

সেদিন দু’টি চরণে মাথা ঠেকিয়ে, প্রণাম জানিয়ে আমি আঁচল পেতে ভিক্ষা চাইব।

সেদিন আর কোনো জন্ম নয়,
নয় কোনো রূপ,
নয় কোনো নাম…..,,
সেদিন শুধু মুক্তি ভিক্ষা চাইব আমি।

তোমার কবিতায় আমার একটি সুখের মুক্তি দিও,
একটি শান্তির মৃত্যু দিও,
তোমার শ্বেত শব্দ চাদরের তলে,…..
তুলসী পাতা ঢাকা দু’টি চোখে অফুরন্ত নিদ্রা দিও।

কবি একটি শান্তির মৃত্যু তুমি আমায় উপহারে দিও।

Loading

Leave A Comment