Site icon আলাপী মন

কবিতা- লাঠি

লাঠি
– তাপসী শতপথী

 

অন্ধ সাথী আমার লাঠি আজকে তুমি নাই,
হাতড়ে খুঁজে ফিরছি তোমায় কোথায় বলো পাই?
শক্ত দেখে বাঁশটি কেটে যত্ন করে তোমায়,
তেল মাখিয়ে পাকিয়েছিলাম ঝাঁঝাঁ রোদ বেলায়।
শক্ত করে বেশটি ধরে সে দিন থেকে তুমি,
সঙ্গে সঙ্গে ছিলে সদাই বন্ধু পেলাম আমি।
আজ হারিয়ে কোথায় গেছো দুঃখে কিম্বা রাগে!
অন্ধকে কি কষ্ট দিতে এতই ভালো লাগে?
পাড়ার ছেলে ভয় করতো তুমি পাশে ছিলে,
পিঠের উপর পড়তে তুমি আম পাড়তে গেলে।
ভয়ে তখন কাঁপতো সবাই হাতে দেখে লাঠি,
তরতরিয়ে যেতাম ছুটে হোক না শক্ত মাটি।
গুরু মশাই হাতে লাঠি বন্ধু ছিলে ভাই,
শিষ্যদের মানুষ করতে তোমার জুড়ি নাই।
এই সমাজও চাইছে আজ শক্ত একটা লাঠি,
অবোধগুলোর পড়লে পিঠে মানুষ হবে খাঁটি।

Exit mobile version