কবিতা- তুমি আসবে বলে

তুমি আসবে বলে-তাপসী শতপথী পাহাড়ী     আকাশটায় একবার মন ছুঁয়ে দেখলাম, ঠিক তোমার মতো সে যেন নীলাম্বরী শাড়ি পরে উদার বুক মেলে ধরেছে দিগন্ত বিস্তৃত করে।তাতে ডানা মেলে উড়ছে পেঁজা তুলোর মতো শ্বেতশুভ্র মেঘ- বলাকার দল। আকাশ বাতাস মুখরিত হচ্ছে আগমনি সুরে।দিক্ দিগন্তে নেমেছে আনন্দের ঢল।শিশির ভেজা ঘাসের ওপর টুপটাপ ঝরে পড়ছে শিউলি ফুলের […]

কবিতা- জীবন বুনন

জীবন বুনন-তাপসী শতপথী পাহাড়ী     আমি ততক্ষন পর্যন্ত শব্দ বুনে যাবো,যতক্ষন না পর্যন্ত একটা গল্প শুরু হয়।সময়ের নিপাট ভাঁজে ভাঁজে রাখবো প্রত্যেকটা স্বপ্নকে।গভীর প্রত্যয়ে প্রতিটি চেতনায়আঁকবো জাগৃতির স্বস্ত্বিক চিহ্ন।সুপ্ত আকাঙ্খাকে সাজাবো কঠিন বাস্তবতায়‌।প্রত্যেকটা উষ্ণতাকে রাখবোরক্তের শিরায় শিরায়।মাখবো ভালোবাসার জীবন পরাগ।আমি ততক্ষন পর্যন্ত একটা গল্প লিখে যাবো,যতক্ষন না পর্যন্ত কাহিনীর জীবন দীপশেষ তেলের বিন্দুতে স্নাত […]

কবিতা- থমকে যাওয়া ভোর

থমকে যাওয়া ভোর– তাপসী শতপথী পাহাড়ী     হঠাৎ যদি এমনটা হয়থমকে গেলো ভোর,সুপ্রভাতটা রইলো পড়েতোমার ঘরের দোর।হলো না তার গৃহপ্রবেশ,তার আগেই হলো সে শেষভোর পেলো না আমার আকাশজীবন আঁধার ঘোরহঠাৎ যদি এমন টা হয়থমকে গেলো ভোর।   হাতটি রেখে মুঠোফোনে ভাববে তুমি বসে,এতোক্ষণ তো হয় না দেরিকি বা হলো শেষে!আজকে তবে এলোনা নাকিসুপ্রভাতটা দিলো […]

কবিতা- যীশু

যীশু – তাপসী শতপথী যীশু আজো দাঁড়িয়ে দেখি, পেরেক ঠুকে তোমার বুকে, যন্ত্রনাতে বিদ্ধ হয়েও মাতছো তবু সৃষ্টি সুখে। ঝরিয়ে পাতা শীর্ণ হলো পুড়লো হৃদয় শুকনো কাঠে যখন তখন রক্ত ঝরায়, যখন তখন তোমায় কাটে! ফুলের ডালি ,ফলের ডালি, দিচ্ছো তুমি দুহাত ভরে, দিচ্ছো ছায়া রৌদ্রে সেঁকে পুড়ছো শরীর মোদের তরে। দূর আকাশের মেঘকে ভেঙে […]

অণু কবিতা- অচেনা বোধ

অচেনা বোধ– তাপসী শতপথী পাহাড়ী     হয়তো পৃথিবীকে দেওয়ার মতো কোনো ইচ্ছেই অবশিষ্ট ছিলো না আর!ছিলো না নিজের প্রতি নিজের,সমস্ত দায় দায়িত্বহীন অস্তিত্বের খোঁজে,ভারমুক্ত হতে চেয়েছিলো সেও একদিন।তাই দিনান্তের শেষে,রাত্রি খুঁজে পেয়েছিলো বহুদিন পর।সমস্ত নির্যাস ফেলে নিশ্চিন্তেনির্বিঘ্নে, সেও চেয়েছিলো কাটাতে বহু বছর!তারপর অনন্ত শান্তির বার্তা দিয়েছিলো মন,পরম আত্মার সাথে মিলনের ক্ষণ।

কবিতা- গল্পন্যাস

গল্পন্যাস-তাপসী শতপথী পাহাড়ী     আজ যতোই তুমি মেঘ সাজাও,আকাশে বৃষ্টি আর ঝরবে না!খন্ড খন্ড মেঘমালা ভেসে যাচ্ছেমন কেমনের দেশে!পাতা ঝরা শুরু হয়ে গেছে,নিঃশব্দে তারই শব্দ শোনো!ইচ্ছাকৃত সুখগুলো আজ‌অনিচ্ছাকৃত খাদের সামনে দাঁড়িয়ে,শুধু মুহূর্তের অপেক্ষা!মৃত্যুকে জেনে নাও, চিনে নাও!জেনে যাও- নিবেদনের ভাষা আছে,আছে আবেগের প্রেম আর প্রাণ!বিসর্জন! সে তো মিশে যায় নিঃশব্দের কৃষ্ণগহ্বরে!অন্তহীন অপেক্ষার পরউপেক্ষার নিঃসীম […]

কবিতা- তোমাকে দেখেছি

তোমাকে দেখেছি– তাপসী শতপথী পাহাড়ী     তোমাকে দেখেছি নীলচে তারার মাঝে,তবু,কখনো ভাবিনি আলোক বর্ষ দূর!নিয়ত তোমার অদৃশ্য ছোঁয়া গুলো,চেতনায় আজ উপ্ত প্রেমাঙ্কুর। তোমাকে দেখেছি অতল সাগর তলে,সোনারে তবুও খুঁজিনি তোমার মন।নিয়ত পেয়েছি অজস্র ঢেউগুলো,হৃদয়ের তীর আবেগে ছুঁলে যখন! তোমাকে দেখেছি দিগন্ত লাল আলোয়,তবুও পাইনি আগুনের রূপ খুঁজে,কনে দেখা আলো মায়াবি গায়েতে মেখে,মুখখানি দেখি রঞ্জিত […]

গল্প- স্বপ্ন উড়ান

স্বপ্ন উড়ান– তাপসী শতপথী পাহাড়ী     আর হাতে মাত্র দু’ দিন। তারপর শুরু হয়ে যাবে মহোৎসব, তাই আর যেন তর সইছিলো না লিপির।কবে সেই মাহেন্দ্রক্ষণটা আসবে সেই অপেক্ষাতেই অস্থির হচ্ছিল সে। এবার সে কয়েক দিনপিসির বাড়িতে থেকে বেশ ভালো করে ঘুরে ঘুরে কোলকাতা বই মেলাটা দেখবে।অনেক দিন ধরেই লিপি বাবার কাছে আবদার ধরেছে কোলকাতা […]

কবিতা- অধিকার

অধিকার-তাপসী শতপথী   জানিনা কতদিন অধিকারেথাকবে আমার!নরম আলোর রেণু গায়ে দিয়েউদ্দীপিত করবে আমায়।তোমার প্রথম পরশ পায়কাকলির কলতান,তন্দ্রা জড়িমা চোখেপ্রকৃতি ও লোভে চুম্বন!পুব কোনে রাঙা আলোকচি আগুনের মতোসবারে জড়ায়-জল ,স্থল,অন্তরীক্ষ!তবু একা অধিকারী আমি!তারা শুধু ভোগ করে,পায় না তোমায়!জানি না কত দিন অধিকারেথাকবে আমার!

কবিতা- প্রেমাবর্তন

প্রেমাবর্তন -তাপসী শতপথী তোমার সঙ্গে পরিচয় হয়েছিল যেদিন, সূর্যের শেষ অস্তরাগে রাঙিয়ে দিয়েছিলাম তোমার হৃদয়। ভৈরবী রাগে তুলেছিলাম ভালোবাসার গান! সন্ধ্যারাগে বেঁধেছিলাম তোমার এলো চুলের বেনী। সারারাত ধরে গল্প বুঝেছিলাম তোমার স্বপ্ন নীড়ে! সে গল্প কি শেষ হয়,হতে পারে! সে গল্প তো শ্রাবণ ধারার মতো্ মিশে যায় তোমার নীল হৃদয়ে! মৃত্যু নীলে লীন হয় সমস্ত […]