আনন্দ
– পলি ঘোষ
আষাঢ়েরর প্রবল রবীন আনন্দে।
গানখানি প্রিয় গাঁথিলাম মোর ছন্দে।
দিল তারে বনবীথি
কোকিলের কলগীতি
ভরে দিল মোর বিশ্বভুবন
বকুলের গন্ধে।
চারিদিকে বয়ে চলে
মাধবীর মধুময় মহামন্ত্র
নদীতে মাঝি বৈঠা বায়ে
তরণী পরে
রঙ্গে রঙ্গে রাঙ্গালো এ ত্রিভুবন
বানীমম নিল তুলে
পলাশের কলিগুলি
বেঁধে দিল মোর হৃদয়ের
মনিবন্ধে।

One Comment
Anonymous
খুব সুন্দর প্রকাশ। মন ছুঁয়ে গেল। অপূর্ব পরিবেশন।