
কবিতা- লীন
লীন
– রাখী চক্রবর্তী
সাড়েঙ্গীটা এখনও সুর তোলে,
তানপুরার তারে জং ধরেছে।
হৃদয়ের বীনাটা স্তব্ধ আজ,
আলিঙ্গনের শেকড় উপরে ফেলে
আড়শিতে দেখি নিজের ব্যর্থ সাজ।
আজ দেয়ানেয়ার পালা শেষ হলো,
ভালবাসা এক ফোঁটা বৃষ্টির মতো আমার
দু’চোখ বেয়ে ঝরে পড়ল,
ফুল শয্যার খাট ঝলসানো চিতার আগুনে,
তবুও খণ্ড খণ্ড হলেও
ভালবাসার ছবিটা আজও আছে সযত্নে
আমার মনের গহীনে


One Comment
Anonymous
খুব ভালো লাগলো কবিতাটি। ভাবগম্ভীর এক অনুপম প্রকাশ।