কবিতা- বাদলস্নান

বাদলস্নান

-তন্ময় দে বিশ্বাস

 

একটা বাদলা আকাশ ভিড় করে নগ্ন শরীরে
ঘর্মাক্ত হতে চেয়েও
যেন এক সিক্ততা অনুভবি কায়া –
দুর্জয় পাহাড় ডিঙোনোর প্রত‍্যয়
খানখান হয়ে ভেঙে গড়ে তোলে পিচ্ছিল বাহ,

রমনী কায়ার মতো সামনে যে ধূমায়িত স্তব
আলিঙ্গনে বাঁধতে চেয়েও –
আড়ষ্টতা গ্রাস করে দেহ,
গভীর চুম্বনের স্বাদ যা বহু আকাঙ্খিত-
নির্লিপ্ততা বয়ে যায় কামনা শিরায়
করজোড়ে অবনমিত শরীর,

পূর্ণকাম অবগাহনে মেঘলা আকাশ ভাঙে
হাজার মন্দাকিনীর পূণ‍্যসলিলা স্রোত
ভেসে যেতে চায় যা কিছু সঞ্চয় অনায়াস
উন্মুক্ত বাহু ভোলে বাহুবেষ্টনী
রিক্ততা নিঃস্বতা অনুভূত পাবকস্নানসুখ
তৃপ্ত শুদ্ধ আজ মানবজমিন ।

Loading

Leave A Comment