কবিতা

কবিতা- প্রিয়তমার জন্মদিন

প্রিয়তমার জন্মদিন
– পিকন দে

 

জীবনে এক নতুন বাঁচার রসদ পেয়েছিলাম,
যেদিন তুমি আমাকে শুধু নিজের করেছিলে।
সীমাহীন ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখলে,
সব না পাওয়াগুলো নিমেষে গেছিলাম ভুলে।
তোমার সেই প্রতিদিনের দুষ্টুমি করার ছল,
চোখের নিমেষে ইচ্ছেমতো সব করেছো শেষ।
সে এক অন্ধকারাচ্ছন্ন কালো দমকা বাতাস,
তবে কখনোই কাটবে না তোমার স্মৃতির রেশ।
আমায় আজ অনেক দূরে তুমি করেছো জানি,
থাক সেসব, তোমার দুঃখ-কষ্ট গুলি নিপাত যাক।
আনন্দঘন মুহূর্তরা যেন শুধু তোমার থাকুক,
মনখারাপেরা জীবন থেকে চিরতরে ছুটি পাক।
ঐ নীল রাতের আকাশে তুমি তাকিয়ে দেখো,
শুভেচ্ছা আমার হয়ে সাজিয়েছে তারার মালা।
সারাটি জীবন এভাবেই তোমার সুখময় হোক,
হোক সুন্দর তোমার আগামী দিনের পথ চলা।
এভাবেই সংসার ভরে থাকুক তোমার সবসময়,
হয়ে উঠুক মধুরতাময় উজ্জ্বল আর রঙিন।
দূর থেকে রইলো তোমায় অনেক শুভকামনা,
ভালো থেকো তুমি জানাই তোমার শুভ জন্মদিন।

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page