অণু কবিতা- জীর্ণ রক্ষা কবজ

জীর্ণ রক্ষা কবজ
– শুক্লা রায় চৌধুরী

মখমলের ওই আসন পড়ে তোমার দম্ভ কিসের রাজন?
জীর্ণ বর্মে যুদ্ধ আমার তোমার হয়েই রক্ত করি হরণ;
কূটনীতিতে সিদ্ধ তুমি আমিই কেবল স্থূল,
ঠিকের রাজ্যে শাসন তোমার আমিই কেবল ভুল;
শীর্ষে যে ওই বিরাজ করো সুখ তো তোমার হস্তগত,
রক্ষা কবজ হয়েও আমি রয়েছি তোমার পদানত।।

Loading

Leave A Comment