কবিতা – দুগ্গা ও দুর্গা

দুগ্গা ও দুর্গা
-শিলাবৃষ্টি

 

দুগ্গা আমার অষ্টবর্ষী
চঞ্চলা এক প্রাণ ,
গিন্নীপণায় চতুর ভঙ্গী
মান আর অভিমান।
দুগ্গা আমার ঝুমুর ঝুমুর
রুপোর নূপুর পায়,
সারা দিনমান কচি কচি পদে
উঠোন পানে ধায়।
দুগ্গা আমার আধো আধো বোল
ভোরের দোয়েল পাখি,
লাল টুকটুকে ঠোঁট দু’টি তার
পটল চেরা আঁখি।
দুগ্গা আমার এক পৃথিবী
আর সবি রবে পাশে।
মাতৃ জঠোর ভরেছে দুগ্গা
সেদিন আশ্বিন মাসে।

আমার দুর্গা শিউলি সুবাসে,
কাশের দোলায় হাসে,
আকাশের নীলে পেঁজা তুলো মেঘ
ছবি কথা হয়ে ভাসে।
আমার দুর্গা শিশিরে শিশিরে
শরৎ ঘোষণা করে।
ঢাকের বাদ্যি, শঙ্খে শঙ্খে
পল্লীবালার ঘরে।
আমার দুর্গা বরাভয়দায়ী
আঁধার বিনাশ করেন ,
ঘরে ঘরে তিনি বন্দিতা হন
জয়ের মাল্য পরেন।
আমার দুর্গা সার্বজনীন
বোধন বিসর্জনে,
সিংহবাহিনী আমার দুর্গা
সর্বকালের মনে।

Loading

One thought on “কবিতা – দুগ্গা ও দুর্গা

Leave A Comment