Site icon আলাপী মন

কবিতা- একদিন জয়ী হব আমরা

একদিন জয়ী হব আমরা
– দেসা মিশ্র

আজও কোনো এক অজানা পথে হাঁটতে হচ্ছে,
কাল ও হাঁটতে হবে,
যুদ্ধের অনেক পথ….।

পরিপাটি করে চুল বাঁধা, কপালে টিপ আঁকা…. সে সব এখন অনেক পুরোনো।
ভালো লাগেনা কিছুই।
উঠোনের তুলসী গাছ শুধু নয়…..
বাঁচাতে হবে পৃথিবীর অনেক অনেক সবুজ।

দুর্বল সেজে শুধু কাঁদা আর নয় গো,
অস্ত্র ধারণ করার সময় এসেছে।
অসহায় দের রক্ষা করতে হবে।
অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
একটা ঝড় উঠবে বিশাল… পাপ এর নাশ হবে।

চারটি দিক দেখো নানান কাজে বাঁধা,
যখন সময় কড়া পাহারা দেয় – কতটুকু ফাঁকি দিচ্ছি কাজে….
তখন আমি আরো প্রতিজ্ঞা করি
এই দেখো…..
আমি যুদ্ধের জন্য প্রস্তুত।
নাও….. দেখি, নাও….
কত পরীক্ষা নেবে নাও।
ধৈর্য্য বাঁধ ভাঙার চেষ্টা তুমি করবেই
আমি পাথর করেছি নিজেকে।
আমি সফল সূর্য হব একদিন। পুড়তে পুড়তে কত জীবন লিখব।
কত নিভে যাওয়া প্রদীপ আবার জ্বালাবো।
শূন্য ঘট পূর্ণ করব।
বোবা মুখে ও মঙ্গল গীত গাওয়াবো।
শঙ্খ ধ্বনি বাজবে পৃথিবী জুড়ে।
রনক্ষেত্র প্রস্তুত……
এসো যুদ্ধ করো…
আমরা হারতে রাজি নয়।
রক্ষা করবো পৃথিবীর প্রতি টি প্রাণ।
আমাদের ভালোবাসা বিশ্বাস নিষ্ঠা আর যুদ্ধ কৌশল দেখে….
একদিন ঠিক হার মানবে অসুর জাতি।

দেখো….
তোমরা দেখো…
আমার পৃথিবী আমি রক্ষা করতে সক্ষম।

দুঃখ কষ্ট অপমান মুছে যাবে সব।
আমার পৃথিবী স্বপ্নে রঙিন হয়ে আবার হাসবে।
একটা ভারী বৃষ্টির শেষে রঙধনু উঠবে আবার।

Exit mobile version