দৃষ্টিকোণ
– দীপঙ্কর বিশ্বাস
যে দেশের রাজ বংশ জাত হও
সূর্য্য ওঠার দিক ঠিক হয়ে আছে,
কেউ আগে কেউ পরে যায় বিছানায় রাতে,
রাতের শেষে দিন জনেজনে আসে।
মধ্যগগনের গনগনে আঁচ কিছুক্ষণ
যা কিছু মূল্য, মূল্যহীন হলেই ধুলিস্যাৎ,
উজ্জ্বল তারায় ধবধবে কিছু জন
জোৎস্না রাতে রাখে মগজের হিম্মত!
সুযোগ আসেনা বারবার সিঁড়ি ভেঙে,
কাঁধে চড়া মুচকি হাসি গড়িয়েছে বহু রাত,
হেঁটে দেখো একবার রাস্তায় এসে,
অহংকারের দাম্ভিকতার ভাঙবে সাজ।
পোকাধরা সমাজের ঘিলুতেও জন্মায় পোকা,
কিলবিল করে উঠে পচাশামুকের দুর্গন্ধ,
আবরণে ভড়ং বেশী অসহ্য সহ্যের প্যারামিটার,
সময় হয়েছে এখন সকলের কিছু বলার।
বিদ্যাসাগরের রাস্তায় শেখনি কিছু,
রেড লাইট এলাকায় দেখেছো কি উঁচু নিচু?
সোনার চামচ মুখে জমিদারি চেটেপুটে পাও,
একবাটি সাধারণ মুরোদ নিয়ে মাটিতে পা দাও।