Site icon আলাপী মন

কবিতা- পূর্ণ হোক পৃথিবী

পূর্ণ হোক পৃথিবী
-দেসা মিশ্র

 

 

বহুদিন দূরে সরিয়ে রেখেছি ভাবনা,
সাদা পাতা, আর নীরব কলম।

পাল্টে গেছে রঙিন পোশাকে আজকের পৃথিবী।

আমার আমি হারিয়ে গেছে কোনো অজানা পথে।

কোনও এক অন্য নেশায় বাতাস মেতেছে আজ।

চেনা প্রিয় ফ্যান ভাত আর উঠোনের পাতি লেবুর গন্ধ আর পাই না।

মাঠের ধারে বুড়ো বটের ঝুড়িগুলি গভীর রাতে গল্প করতো কত…
আজ তাদের চোখ ভেজা।
গল্প গুলো শেষ হয় নি আজও… শুধু ইচ্ছেদের মৃত্যু হয়েছে।

পায়ের তলায় চাপা পড়ে পড়ে সবুজ ঘাস হলুদ হয়েছে আজ।

রাতের বুকে যে তারার প্রদীপ জ্বলে, যেন মনে হয় পৃথিবীর কান্না ঢাকতে এতো রঙিন মলাট।

মায়া জালে জড়িয়ে জড়িয়ে কৃত্রিম এক মন পেয়েছি।

সাধনা করব আবার……
বিবেক তুমি জাগ্রত হও।
সৃষ্টির মন্ত্র উচ্চারণ হোক।

হাসতে শিখুক দু’টি ঠোঁট,
সাদা পাতা সত্যের কলমে রঙিন হোক।

আবার বাঁচতে হবে,
বাঁচাতে হবে বহু প্রাণ।
মানুষ হওয়ার পথ তো খুব কঠিন… এক মহা যুদ্ধ।

আরেকটা নতুন সূর্য চাই আগামীর,…
যে আমায় ধৈর্য্য দেবে, শক্তি দেবে অনেক।

সত্য আর আলোর পথে হাঁটতে হবে আজীবন।

অন্ধ বিশ্বাস – কু সংস্কার…. ভেদাভেদ মুছে যাক।
ভালোবাসায় পূর্ণ হোক পৃথিবী।

Exit mobile version