কবিতা

কবিতা- অসমাপ্ত

অসমাপ্ত
– উজ্জ্বল দাস

 

হেমন্তের হিমেল পরশ লাগছে সারা গায়ে-
সন্ধ্যের ঘড়ির কাঁটাটা ঠিক চারটে যখন ছোঁয়-
মোচড় দেওয়া ইচ্ছেগুলোকে হত্যা করি রোজ।
সিরিয়াল কিলার হয়ে যাই আমি-
জেগে ওঠে এক পৈশাচিক বর্বরতা।
বিন্দু বিন্দু রক্ত এসে পড়ে,
ঠিক বুড়ো আঙুলের গায়ে।

হতে পারিস তুই এক ফোঁটা রক্তের লাল
হতে পারিস তুই মৃত্যুর পরোয়ানা পাওয়া যাত্রী
হাতে পারিস তুই সিরিয়াল কিলারের অবজেক্ট-
হতে পারিস তুই বাতাসের একটা ধূলিকণার ধাক্কা-
হতে পারিস তুই সফল না হওয়া স্বপ্নের আভিজাত্য-
হতে পারিস তুই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া রাত্রি-
এক অচেনা অভিযাত্রী।।

শান্তি কিসে?

না পাওয়ার আনন্দ নাকি পেয়েও হারানোর যন্ত্রণা-
না পেলেই মনে হয় “হয়তো বা পেতে পারি”
আর পাওয়া হলেই থাকে তুমুল হারিয়ে ফেলার ভয়।

কিন্তু হারিয়ে ফেলাটাও কখনো কখনো খুব সুখের।

বলতো কখন?

এই যে, যেমন হিমেল পরশ লাগা হওয়া,
কখনো পাওয়া কিংবা না পাওয়া।

Loading

7 Comments

Leave a Reply to Ujjwal dasCancel reply

You cannot copy content of this page