হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি পারছি না আর চলতে, কত কথা সেই শুরু থেকে বলা পারছি না আর বলতে। বৃদ্ধ এ মন কুব্জ এ দেহে অনেকটা পথ হাঁটলাম। নীহারিকা থেকে ধ্রুবতারা হয়ে কত অজানাকে চিনলাম। অবশেষে আমি অবসর দেশে তোমাতেই পাই খোঁজ। প্রতিক্ষণ আসি ক্ষণেতে হারায় সময়ের স্রোতে রোজ।