আব্বুলিশ
– উজ্জ্বল দাস
চোর পুলিশ আর বাবু খেলায়
হইনি কখনো ক্লান্ত।
হলুদ নিয়ে হারতে হবে
কেউ কখনো জানতো?
মোড়ের বাঁকে লাল ঘুঁটি তোর
যেই দাঁড়ালো এসে,
ছক্কা চারে দিলাম কেটে
খিলখিলিয়ে হেসে।
রাগ দেখিয়ে হাত পা ছুঁড়ে
ভেস্তে দেবার ছলে-
পাকা ঘুঁটি খেলাম সে এক
মেজাজি কৌশলে।।
চাইনিজ আর চেকার খেলে
হতো বাজি মাত।
সকাল বিকেল চার প্রহরই
মায়ের মাথায় হাত।
ক্যারাম পিটে, মিঠে মিঠে
দুপুর রোদে চড়ে
বিকেল সন্ধ্যে সারাটা দিন
কাটতো বিষম ঘোরে।।
লাট্টু, পিট্টু, ক্রিকেট-লাটাই
ফুটবল বা ডাংগুলি চাই
শীতের দিনে ব্যাডমিন্টন-
খেজুর গুড়ের যখন যা চাই,
সদ্য পাওয়া ব্যাগাডুলি
পৌষ মাসের পিঠে পুলি
এসব চোখে পড়ায় ঠুলি
শুধুই গল্প মিথ্যা বুলি।
উবু দশ কুড়ির সাথে
আপন বপন চৌকি চাপন।
ছোয়া ছুঁয়ি -আইস বাইশ
ধাপ্পা থুড়ি হুস আব্বুলিশ।
রুমাল চুরির গল্প খানা
আজকে সবার বেশ অচেনা।
কুমির ডাঙ্গা শুকনো বড় আজ।।
নটে গাছটা মুড়িয়ে গেছে
গল্প দাদু ফুরিয়ে গেছে।
পাকা চুলের ঠাম্মা দিদান
গল্প বাড়ির মিষ্টি দালান,
আজকে সে সব রূপকথারা-
এদেশ ছেড়ে চলে গেছে।
শিশুরা সব ব্যস্ত সবাই
বিরাট ব্যাগের চাপে।
মাঠের ঘাসে পা পড়েনা
ফিঙে পাখি আর বলে না,
বুলবুলিও বেবাক বোকা
গান পাখিরা থেমে গেছে।
ফিরতে যে চাই শৈশবেতে
রঙ্গিন চোখের স্বপ্ন মেখে,
দাও ফিরিয়ে মিষ্টি সময়
সরল চোখের চাহনিতে।।
আমাদের সবার ছোটো বেলার সব গল্প সুন্দর করে বলা হয়ে গেলো মিষ্টি এই কবিতায়
অনেক অনেক অনেক ধন্যবাদ। 😊😊😊😊
ধন্যবাদ আলাপি মন
কৃতজ্ঞতা সতত
ধণ্যবাদ আপনাদের। ধন্যবাদ আলাপি মন কে