“পৃথিবীটা স্বপ্ন দেখছে”
-সুমিতা পয়ড়্যা
পৃথিবীটা ঘুমিয়ে স্বপ্ন দেখছে
আঁধার রাতে চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে,
অনুভব করছে নক্ষত্রদের নৈসর্গিক প্রেম;
দূরে পাহাড় চূড়ায় নীল আকাশ মিশেছে
ঝর্ণার কলতান নিঃশব্দে নীরবে নিভৃতে কাঁদছে।
প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীটা শুধু স্বপ্নই দেখছে।
ধীরে ধীরে আঁধার ফুরিয়ে লাল রেখা টানছে উন্মত্ত জনতা,
বুকের পরে পেটের পরে আঁকছে স্বদেশ গাঁথা….
গাঁথতে গাঁথতে ঝরছে রক্ত যেন কসাই খানা।
অন্ধ ধৃতরাষ্ট্র, পট্টিবাঁধা গান্ধারীর চোখ দিয়ে দেখা
বিদীর্ণ ধরণীতে ত্রাসের রাজত্ব গ্রাস করেছে
তবুও পৃথিবীটা ঘুমিয়ে স্বপ্নই দেখছে!
সুন্দরের স্বপ্ন, মানবিকতার স্বপ্ন, আশ্চর্য অলৌকিক স্বপ্ন।
তারায় তারায় এক একটা ইচ্ছে পূরণের স্বপ্ন হাওয়ায় ভাসছে।
ফুলের সুবাসে সুবাসিত হয়ে দুরন্ত পিপাসাটা মিটিয়ে নিচ্ছে।
স্বপ্ন নাকি জীবন বাঁচায়, আশার আলোক জাগায়;
স্বপ্নেরা গুটি গুটি পায়ে জয়ের মালা পরায়!
এখানে কোন হার নেই কোন কঠিনতা নেই…
শুধুই সমাচ্ছন্ন মনের ভেসে যাওয়াতেই আনন্দ।
গোপনে অভিনন্দিত মরণেও পৃথিবীতে আনন্দ আর আনন্দ।
তবুও পৃথিবীটা স্বপ্ন তো দেখছে!