কবিতা

কবিতা- সুর

সুর
– দীপ্তিমান ভাণ্ডারী

 

 

মাঝরাতে ঘুম ভেঙে যায়
ছিন্ন একতারার করুণ সূরে।
একটিও সূর আর বসানো যাচ্ছেনা
ঠিক ঠিক তাল -লয়-সূরের সহজ সূত্রে।

যখন ঝরের রাত্রে
দুহাত আড়াল রেখে বাঁচিয়ে দিয়েছিল
মোমবাতির দরিদ্র শিখাটাকে
দূরন্ত দামালের দল,
তখনও ঠিকই ছিল
অবিকল একতারার সূর।

কিন্তু সে ছিল অন্য প্রেক্ষিত;
সে সূরের মূর্ছনা ছিল
হৃদয়ের বড় কাছাকাছি;
সে মৃদু আলোয় ছিল
একখন্ড বাঁচার রসদ।

আজ নিয়নের তীব্র আলো।
আলোর অন্ধকারে ডুবতে ডুবতে
শুনশান দিকচক্রবালে আজ বোধহয়
আয়ুর শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছি,
বিকলাঙ্গ একতারার সূরের মতো।

এইবার ঝরে যাব যে কোনো দিন,
মাঝরাতে শুকনো পাতার মতো নিঃশব্দে।
তবু দেখো, সুরটুকু যেন বেঁচে থাকে
এই পৃথিবীর বুকে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>