শেষ স্তব্ধতা
– তাপসী শতপথী পাহাড়ী
সমস্ত ব্যস্ততাকে কাটিয়ে
একদিন ঠিক দাঁড়াবো
তোমার মুখোমুখি বনলতা.
তুমি শুধু নাটোরের তো নও!
সমগ্র বিশ্বসত্ত্বা আলিঙ্গনাবদ্ধ
হতে চায় তোমার সাথে।
জীবনের সমস্ত বিড়ম্বনাকে তুচ্ছ করে
এক নিগূঢ় প্রশান্তির হাতে।
অমৃত কুম্ভের সন্ধানে সে যাত্রা-
পড়ন্ত বেলায় সমস্ত স্তব্ধতায় তা মিশে যায়।
তাই, ক্লান্তিহীন এক নিশ্ছিদ্র নিরালায়
সমস্ত আত্মা তৃপ্ত হোক,
এক সার্বজনীন বনলতায়।