কবিতা- নব আনন্দে জাগো

নব আনন্দে জাগো
– দেসা মিশ্র

 

 

ঊষার আলো বেদনা জাগায়, ক্ষতের পুনর্জন্ম।
নবীন অস্ত্রে আবার সেজে উঠে, দীর্ঘ পথ হাঁটা।
যুদ্ধ করতে করতে কেটে যায় সারা বেলা।
শুধু খোঁজা হয় না হলুদ পাখির বাসা,
দেখা হয় না- পথের ধারে গোলাপি ঘাস ফুলটি অধীর আগ্রহে পথিকের অপেক্ষা করে।
যাপন জুড়ে শব্দের কান্না লিখতে লিখতে কলম আজ ক্লান্ত ভীষণ।
শুধু নতুন পুরোনো সব মনগুলোর ছবি আঁকতে না পেরে রঙ তুলি মাখে বিষণ্ণতা।
আমি বার বার সৃষ্টি করতে চেয়েছি কবিতার,
কিন্তু
শুধু হেরে গিয়ে কাঁচের ভাঙা টুকরো মতো ছিটিয়েছি সারা ঘর।
শব্দের অমরত্ব সৃষ্টি করতে পারি নি আমি।
যখন ফুরিয়ে গেছে পৃথিবীর অভিনয়,
যখন নাট্য মঞ্চের পর্দা গেছে নেমে,
শুধু আগুনের ফুলকিগুলো পুনরায় সৃষ্টি করেছে নতুন আনন্দের।

Loading

Leave A Comment