কবিতা- উপহার তুমি

 উপহার তুমি
– দেসা মিশ্র

 

 

ঝাউপাতা দের আদরে নেমেছে রাত্রি,
শিশিরে ভেজানো একাকীত্ব-
শব্দরা তখন ছুঁয়ে যায় মন পারাবার।

আমি কেবলই মেখেছি তোমার নামের জ্যোৎস্না, কেবলই মেখেছি।
আর তোমাকে সিক্ত করেছি আমার শব্দ দিয়ে।

তারার চাদর ঢাকা আজ তোমার শহর
কত রঙে সেজে উপহার দেয়
সুখ- আমি নিয়েছি সব নিয়েছি।

বন্ধনে বেঁধেও বাঁধোনি বন্ধনে,
মুক্ত রেখেছ- বিশ্বাসের বাঁধনে।
খাঁচাহীন –
মেঘের গায়ে গায়ে মেঘ পাখি আমি ভেসেছি কেবলই ভেসেছি।
বৃষ্টির সাথে মিশে গিয়ে তোমার অধর ছুঁয়েছি।

তাই দীর্ঘশ্বাস ফেলে আসা পথের শেষে, তোমাকেই পাশে চেয়েছি, ফিরে পেয়েছি।

আবার নতুন করে তোমায় ভালোবেসেছি শুধু ভালোবেসেছি।

Loading

Leave A Comment