কবিতা- একাকী

একাকী
– অমরেশ কুমার

 

 

জানালা দিয়ে বাইরে চেয়ে রই
একা একা আপন মনে
ছোট ছোট আগাছা ঝুপরির ছায়া
ছড়িয়ে পড়েছে জানালার পাশে ঘরের কোনে ।
নিশ্চুপ , শান্ত সে প্রকৃতির ছায়া ।
ধীর , স্থির একাকী বসে রই
মৃদু আলোয় আলোকিত চারিদিক ;
দেখি , একাকীর ব্যথায় ঝুপরির ঝোপ নিস্তব্ধ ।

কোথা হতে আসে উড়ে বুলবুল পাখি ;
প্রবেশ করে ঝোপের অন্তরে ।
দুলে ওঠে ছায়া ।
আনন্দে কেঁপে ওঠে বুক খানি ,
পায় খুঁজে একাকীত্বের সাথী ।

কিছু ক্ষণ পরে পাখী উড়ে চলে যায় ,
আসে ফিরে সঙ্গিনী নিয়ে ।
বাসা বাঁধে, ঝোপও আনন্দে মাতৃস্বরূপ ঠাঁই দেয় ।
সব একাকীত্বের অবসান ।
ছায়াও দুলছে , নিস্তব্ধ কেটে কুজন সুর ভাসছে ,
শুধু জানালার এপারে একা একার চিন্তায় মগ্ন;
বেদনার ভাষা আরোও বেড়ে যায় ,
হায়! এ প্রকৃতি ছলনাময়ী ।

Loading

Leave A Comment