কবিতা

কবিতা- রুমি তোর জন্য

রুমি তোর জন্য
-অমিতাভ সরকার

 

কল্পনায় সাগর আসে কত কিছু খুঁজে মরি,
কল্পনা ছুঁঁই কোথা থেকে, সেটাও তো হাতরাই।
মনন চেতনা আনে, চেতনা আনে অনুভূতি,
অনুভূতির পিঠে চেপে কল্পনার সায়রে ভাসা।

এঁকে ফেলি রুমি তোর স্লিভলেস কুন্তল,
মাশকারা চোখে প্রেমের আগুন,
লিপস্টিক ঘষে দিই নূড লিপে।
চকচকে গালে আপেল রং, কপালে বাহারি রঙের বাঁকা টিপ।

তুইতো বলেছিলি রুমি আর্ট কলেজে ভর্তি হতে।
ক্যানভাসে তুলে ধরবি কত কি, প্রকৃতি পাহাড়, ঝরনা
পাখি, নদী সমুদ্র, সূর্য কিরণে ভাসিয়ে দিবি কত রূপ।
কত ললনাকে তুলে আনবি তোর রঙের ছোঁয়ায়। কথায় শ্লেষ ছিল!

বল রুমি পেরেছি তো আমি তোকে কল্পনার সায়র থেকে তুলে নিয়ে
আমার হৃদয়ের ক্যানভাসে নিয়ে আসতে।
এরপরেও কি তুই আমায় বলবি তোর জন্য আমি নই।
সেদিনের পেন্সিলে আঁকা রুমি আর আজ আর্ট কলেজের অভিজ্ঞতায় আঁকা রুমি কত তফাৎ।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>