অণু কবিতা অণু কবিতা- অযাচিত মন December 20, 2019 / অযাচিত মন -তাপসী শতপথী পাহাড়ী আমার উদ্বাস্তু মন ছোটে শুধু তাহার সন্ধানে, যা অবিরত পীড়া দেয় সীমা মাঝে অসীম বন্ধনে। যত না কাঙ্খিত আমি তার চেয়ে বেশি অযাচিত। যত প্রাপ্য মোর সাথে তার চেয়ে বেশিই বঞ্চিত। তবু মোর সত্য চিরদিন, অবিচল নিষ্ঠা পথে বিশ্ব মাঝে আনিবে সুদিন।