কবিতা- রং স্বপ্ন

রং স্বপ্ন
-দেসা মিশ্র

 

 

আজ বড় সাধ, আমি শিশির হব বেশ,
রাস্তার বুক জুড়ে ঘুমিয়ে থাকবো,
ঢেকে দেবো সূর্য মেঘ তারা সব,
ফুলের গায়ের আদর হবো।
নারকেল তাল সুপারি বট সব গাছের শরীর জুড়ে রহস্যময় আস্তরণ ।
গুটি গুটি পায়ে হেঁটে যাওয়া ছেলে মেয়ে টির প্রেমের ছবি অস্পষ্ট হবে ধীরে ধীরে,
বাকিটা তোমাদের দিলাম – কল্পনা তে রঙ ঢেলো,
শিশিরের গা ঘেঁষে আরো অনেক শিশির ।
উড়ন্ত পাখি দের ডানায় লুটিয়ে খেলব লুকোচুরি,,
পালক রঙে ছড়িয়ে দেবো মিষ্টি শীতের গন্ধ।
শহুরে আলোতে ক্লান্ত হলে, মিলিয়ে যাবো জোনাকির ভালোবাসায়।
খড়ের ছাওনি তে মাখা কবিতার কিছু রঙধনু আঁকা বেশ-
শুধু কবিতার অধর বেয়ে চুঁইয়ে পড়ব।
নুঁইয়ে পড়ব আমি।
আর গল্পের শেষ টেনে সূর্যের ভালোবাসায় মৃত্যু মাখবো সারা গায়ে,
ঘুমিয়ে যাবো আমি।

Loading

Leave A Comment