কবিতা

কবিতা- শুধু একা..

শুধু একা….
– পারমিতা ভট্টাচার্য

কথার বেড়াজালে নিত্য বাঁধো আমায়
অপলক চোখে তবু মেঘের আনাগোনা
ভুবন ভোলানো হাসিতে লুকিয়ে কষ্টের ধারাপাত
এতো পথ হেঁটে তবু, তোমায় হলোনা জানা।

ভালোবাসি বলা বড়ো সোজা
কঠিন যে হাত ধরে পথ চলা
দিনের শেষে অস্তরাগ মেখে ভাবি
কত কথা হলোনা কিছুতেই তোমায় বলা।

পায়ে পায়ে হেঁটে যাই, দোটানার সুরে
পাকদণ্ডী বেয়ে হিমস্রোত নামে শিরদাঁড়ায়
মনের অলিন্দে জাফরী চোঁয়ানো রোদ, সিকলী সাজায়
সন্ধ্যা নামে, ঘরে ফেরা ক্লান্ত পাখির ডানায়।

তুমি ঘুমাও, স্বপ্নপলাশ ভরে থাকুক তোমার মন জুড়ে
শুধু আমার রাতজাগা করুণ আঁখি উঠে বারংবার কেঁপে
কথায় কথায় রাত্রি নামে অবসন্ন এই মনে
হলোনা শুধু তোমার হৃদয়তলে নিজেকে দেওয়া সঁপে।

মনে করো, অনেক অনেক বছর পরে
হঠাৎ করে বিলাসী রোদে হয় কখনো দেখা
তুমি তখন বুঝি অন্য কারোর মানুষ
শুধু মন খারাপের হওয়ায় ভাসে আমার এ মন…একা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page