স্বপ্নের আড়ালে
-পারমিতা চ্যাটার্জী
এমন একটা সকাল কেন আসে না
যেদিন আমার রোমান্টিক মনটায়
একটু ভালোবাসার স্পর্শ পায়।
জীবন অনেক কিছু দেয়
অভাব রাখে শুধু একটু ভালোবাসায়।
“তোমায় আমি খুব ভালোবাসি”
একথা হয়তো কেউ একদিন ভুল করে বলে ফেলেছিল,
তারপর শীতের কুয়াশার চাদরে তার ভালোবাসার উষ্ণতা ঢেকে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার তুষারের আবরণে।
আর সে ভালোবাসা আসেনি ফিরে।
অনন্ত প্রতীক্ষা আমার ফিকে হতে হতে একদিন মিলিয়ে গেলো,
শুধু তার রেশটুকু বাঁধা থাকলো আমার তানপুরায় তারে।
ভালোবাসি বলা যত সহজ,ভালোবাসাটা কিন্তু অনেক কঠিন।
সত্যি কি কেউ ভালোবাসতে পারে এই নিষ্ঠুর পৃথিবীতে!
না আজ সত্যি পৃথিবীতে ভালোবাসার বড়ো অভাব
তাই একাকীত্বের সঙ্গী হয়ে ওঠে হুইস্কির গ্লাস,
আর নিদ্রাহীন চোখের ঘুমের জন্য চাই ডিপ্রেশনের ওষুধ।
আজ সত্যি মানুষ বড়ো একলা,
মানুষ বড়ো অসহায়,
বাঁচার জন্য ছটপট করে
অথচ বেঁচে থাকার রসদ খুঁজে পায় না।
প্রকৃতির রূপ রুক্ষ শীতের হাওয়ায় এখন ধূসর বেরঙা,
আমিও আজ বেরঙা হয়ে পরে আছি ঘরের এককোণে।
কবে যেন শিল্পী সেই কালজয়ী গান গেয়েছিলেন
“এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে,
এমন কোন মানুষ খুঁজে পেলামনা যার মন আছে”।
তুমি আমি আজ সবাই তাই অন্ধকারে শক্তি খুঁজে ফিরি,
আলোর ঠিকানাটা যে হারিয়ে গেছে অনেক দিন,
এখন শুধু বিনিদ্র রাতের অন্ধকারকে বড়ো আপন মনে হয়,
নির্জন নিস্তব্ধ রাত বন্ধু হয়ে এসে দাঁড়ায় ভেঙে যাওয়া স্বপ্নের আড়ালে।