পদ্ম পাতায় স্বপ্ন
-তাপসী শতপথী পাহাড়ী
স্বপ্ন আমার পদ্ম পাতায়
টলমল শুধু করে।
এই আছে তো এই বুঝিবা
জলের উপর পড়ে।
রাখতে গিয়ে সেথায় তারে
কাটল সারা রাত।
পদ্ম পাতা আর দুটো দিন
বাঁচিয়ে তারে রাখ।
পড়লে জলে হারিয়ে যাবে,
আর পাবো না আমি।
হাতড়ে বৃথা সাঁতার দেবো
গভীর জলে জানি।
জলপরিকে বলব ডেকে
হাঁপিয়ে ওঠে শেষে,
হারিয়ে গেল স্বপ্ন আমার
তোমার দেশে এসে।
কোথায় পাবো তারে আমি,
হারিয়ে যাওয়া স্বাদ।
পদ্ম পাতায় স্বপ্ন আমার,
হল যে বরবাদ।
খুব সুন্দর
Nice little poem well composed in my opinion.well Done